আমাদের ডিলার হোন

শাই টি-তে পরিবেশক হওয়ার পূর্বে
আপনার যা জানা প্রয়োজন

আল হিকমাহ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্টার্ড একটি বিশ্বস্ত চা-পাতা ও চা বিক্রয়কারী প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের ট্রেড লাইসেন্স কমিশন কর্তৃক ৩৫/২০২১ মর্মে আল হিকমাহর চা ব্যবসা পরিচালনার বৈধ অনুমোদন রয়েছে। শাই টি আল হিকমাহ ট্রেড ইন্টারন্যাশনাল এর একটি সর্বজন সমাদৃত এবং গ্রহনযোগ্য চা পণ্য। দেশের অন্যতম সেরা বাগানগুলো থেকে বাছাইকৃত এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিশোধিত পাতা দিয়ে তৈরি এই চা এখন বাংলার জেলায় জেলায়। প্রতিনিয়ত আমাদের ভোক্তা, উদ্যোক্তা, গ্রাহক এবং পরিবেশকের সংখ্যা বেড়েই চলেছে। উন্নত এবং সেরা চা পাতা প্রদানের মাধ্যমে বাংলার সকল শ্রেণির চা পিপাসু ভোক্তাদেরকে অনির্বচনীয় এবং সর্বসেরা খাঁটি চায়ের স্বাদ আস্বাদনের নিশ্চয়তা প্রদানকল্পেই ছিলো আমাদের এই উদ্যোগের সূচনা। আলহামদুলিল্লাহ! আজ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শাই চা বিক্রি এবং পানের জয়জয়কার। বহু উদ্যোক্তা আমাদের এই যাত্রায় শরিক হয়ে নিজের ভবিষ্যতকে করছেন উজ্জ্বল, দেশকে এবং দেশের সম্ভাবনাময় এই খাতকে করছেন সমৃদ্ধ। আপনিও যোগ দিন আমাদের এই দলবদ্ধ প্রচেষ্টায়। করুন নিজের ভবিষ্যত উজ্জ্বল, দেখুন রঙিন আগামীর স্বপ্ন। নিম্নে আমাদের পরিবেশক হওয়ার সাধারণ এবং সহজ ফর্মটি পূরণ করে আজই যোগ দিন এই দলে।

পরিবেশকের তথ্যাবলী

পরিবেশক হওয়ার পূর্ব শর্তসমূহ

১ | আপনাকে পরিবেশক হিসেবে নিয়োগ পেতে হলে নিয়োগকালীন সময়ে জামানত হিসাবে কিছু টাকা প্রদান করতে হবে, যা ফেরৎযোগ্য।

২ | আপনার গোডাউনের মেঝেতে অবশ্যই কাঠের পাটাতন থাকতে হবে, যেন জলীয় আদ্রর্তার কারণে পণ্য ড্যামেজ বা নষ্ট না হয়।

৩ | আপনাকে কোম্পানি কর্তৃক অনুমোদিত ও পূর্বনির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করা হবে। ( পণ্য মূল্য তালিকা সংযোজিত। )

৪ | পণ্যের ক্ষেত্রে অনুমোদিত ও পূর্বনির্ধারিত মূল্য কখনো হ্রাস পেলে কোম্পানি কর্তৃক আপনাকে পূর্বেই অবগত করা হবে। এমতাবস্থায় আপনার গোডাউনে পূর্ব থেকে কোনো পণ্য মজুদ থাকলে সে পণ্যের মূল্য কোম্পানি কর্তৃক হ্রাস/চলমান মূল্যের সাথে সমন্বয় করা হবে।

৫ | কোম্পানি কর্তৃক পরিবেশক হিসাবে নিয়োগ পেলে আপনার নির্ধারিত এলাকার (কাগজের ফর্মে এই স্থানে ডট আকারে নির্ধারিত এলাকার নাম লেখার ঘর পাওয়া যাবে। সেখানে নির্ধারিত ঘরে পরিবেশকের এলাকার নাম লিখতে হবে) নির্দিষ্ট সকল দোকানে শাই টি বিক্রয় ও বন্টনের জন্য শুধুমাত্র আপনার নির্ধারিত কোডের মাধ্যমেই কোম্পানির পণ্য সরবরাহ করা হবে।

৬ | আপনার এলাকার নির্দিষ্ট সকল দোকানে “শাই টি” বিক্রয় ও বন্টনের জন্য আপনাকেই দায়বদ্ধ থাকতে হবে। নির্ধারিত এলাকার সকল দোকানে শ্রেণীভেদে অবশ্যই কোম্পানির পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দক্ষ প্রতিনিধি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করণার্থে প্রয়োজনীয় লোকবল ও পরিবহন ব্যবস্থা রাখতে হবে।
৭ | আপনাকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে এবং পণ্য সরবরাহের অর্ডার কোম্পানির বিক্রয় কার্যালয়ে কমপক্ষে ৩ (তিন) কর্মদিবস পূর্বে প্রদান করতে হবে।
৮ | আপনাকে পণ্যের মূল্য পরিশোধ করার সর্বোচ্চ ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পণ্য সরবরাহ করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, কোম্পানির কোন প্রতিনিধির সাথে ব্যক্তিগত বা ব্যবসায়িক কোন প্রকার আর্থিক লেনদেন করা যাবে না। কেউ করলে সেজন্য কোম্পানি কোনোভাবে দায়ী থাকবে না।
৯ | প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ ০৬ (ছয়) মাস বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কোম্পানি কর্তৃক পরিবেশকের কাজ সন্তোষজনক প্রমাণিত হলে কোম্পানি স্থায়ীভাবে চুক্তির প্রস্তাব প্রদান করবে। যা পরবর্তী মাস/বছর গুলোর জন্য কার্যকর থাকবে ( যতক্ষণ পর্যন্ত উভয়পক্ষ এই চুক্তি বাতিল বলে গণ্য করবে )।
১০ | ড্যামেজ/নষ্ট পণ্য প্রতিমাসে একবার উত্তোলন করা হবে। উৎপাদন বা পরিবহনের ত্রুটি জনিত কারণে পণ্যের গুণাগুণ নষ্ট বা ড্যামেজ হলে পরবর্তী অর্ডারের সাথে সে পরিমাণ পণ্যের সমন্বয় করে প্রদান করা হবে।
১১ | কোম্পানির মার্কেটিং টিম পরিবেশকের নির্দিষ্ট এলাকায় মার্কেটের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার ক্ষমতা রাখবে। পরিবেশকের মার্কেটের চাহিদাকৃত মালের মজুদ ও সরবরাহ বা যে কোন বিষয়ে অনিয়ম দেখা দিলে, তা পরিবেশককে জানানো সহ কোম্পানি যে কোনো ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সার্বিক ক্ষমতা রাখবে।

কোম্পানী প্রদত্ত সুযােগ সুবিধা সমূহ :-

১। শর্তসাপেক্ষে বিক্রিত পণ্য ফেরৎ দেয়ার সুবিধা প্রদান।
২। নিয়মিত নতুন পন্য বাজারজাতকরণ এবং মান উন্নয়ন।
৩। বর্তমান বাজার সম্পর্কে প্রতিনিয়ত তথ্য প্রদান।
৪। কোম্পানী কর্তৃক পরিবেশকগণকে বিভিন্ন সিজনাল উপহার সামগ্রী প্রদান।
৫। ক্যাশব্যাক, বিভিন্ন ইনসেন্টিভ সহ সকল সুবিধা ও অফার সম্পর্কে বিজ্ঞাপনপূর্ব তথ্য প্রদান।
৬। দোকানের জন্য ব্যানার, লিফলেট, স্টিকার, ফেস্টুন সহ প্রচার সামগ্রী প্রদান।
৭। কোম্পানীর বি.এস.টি.আই অনুমােদিত পেপারস্ সহ অন্যান্য সকল লিগ্যাল পেপারস্ এর ফটোকপি প্রদান।
৮। বিক্রয় বৃদ্ধির জন্য কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বা সেলস্ সুপারভাইজার বা বাজারজাতকরণ বিভাগের যে কোন সদস্য দ্বারা
সার্বিক সহযােগিতা প্রদান।
৯। প্রতি বছর সেরা ১০ (দশ) পরিবেশককে কোম্পানী কর্তৃক বিশেষ সম্মাননা ও সনদ প্রদান।
১০। কোম্পানী কর্তৃক দেশ/বিদেশ ভ্রমণ ও বাৎসরিক পরিবেশক/ডিলার সম্মেলনের আয়ােজন।